
প্রোফাইল

ড. জিয়াউল আবেদীন বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে বাজেট-১ অনুবিভাগের অতিরিক্ত সচিব এবং স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবল সার্ভিস ডেলিভারি (SPFMS) কর্মসূচির জাতীয় কর্মসূচি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পদে যোগদানের আগে তিনি অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কাজ করেছেন, যেখানে তিনি আর্থিক ও অর্থনৈতিক কৌশল প্রণয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
পেশাগতভাবে একজন নিবেদিতপ্রাণ অর্থনীতিবিদ হিসেবে ড. আবেদীন ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষা ও গবেষণায় উৎকর্ষ সাধনের লক্ষ্য নিয়ে তিনি জাপান সরকারের মর্যাদাপূর্ণ মোনবুকাগাকুশো বৃত্তির আওতায় জাপানের শিগা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন।
ড. আবেদীন বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা। ২৪ বছরেরও বেশি সময়ের চাকরি জীবরে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। এর মধ্যে রয়েছে—বিশ্বব্যাংক অর্থায়নে পরিচালিত DMTBF প্রকল্পের ঋণ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক, এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব। তাঁর কর্মজীবনের শুরুর দিকে তিনি বাংলাদেশের একটি খ্যাতনামা বাণিজ্যিক ব্যাংকে ঋণ ঝুঁকি বিশ্লেষক হিসেবেও কাজ করেছেন, যা তাঁকে সরকারি ও বেসরকারি—উভয় খাতের আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবসম্মত অভিজ্ঞতা প্রদান করেছে।
কর্মজীবনের পুরো সময়জুড়ে ড. আবেদীন দেশ-বিদেশে বহু বিশেষায়িত প্রশিক্ষণ ও পেশাগত কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, যেখানে তাঁর মূল মনোযোগ ছিল সরকারি অর্থ ব্যবস্থাপনা। তাঁর কর্মনিষ্ঠা, অভিজ্ঞতা এবং জনসেবার প্রতি অঙ্গীকার বাংলাদেশের অর্থনৈতিক শাসনব্যবস্থা ও আর্থিক শৃঙ্খলা উন্নয়নে অবদান রাখছে।